Advertisements

দুর্গা পূজা

দুর্গা পূজা
এক রাশ ওণুভুতি
নতুন কাপড়ের স্পর্শ
কাশ ফুলের দুলুনি
ভোগের গন্ধ
প্রতিমা দর্শনের হুড়াহুড়ি
পান্ডেল আলোকসজ্জার চমতকার

দুর্গা পূজা
চিন্তার উপর জয়
মানুষের মিলন
গান বাজনার সময়
সকলের হাসি মুখ
ভুলেছে সবাই তার দুঃখ

দুর্গা পূজা
পাশের বস্তির ছেলেটা
সে তো পেলো না জামার গন্ধ
ঢাকের বাজনা মেটাল না খিদে
কুকুরের সঙ্গে বেঁচে থাকার লড়াই
জানালা তাই তার বন্ধ

তাঁরই মাঝে আধ খাওয়া আইস ক্রীম
খুঁজে পেল জীবনের এক চিলতে আনন্দ
নিল সে এক মহান ওংগিকার
যতই হক বড় উতসব, যতই হক টাকা খরচ
যা থাকবে হাতে, ভাগ হবে সবার সাথে
থাকবে না কোন ওপচয়
কারণ এটাই তো চিরকালের মানব ধর্মের পূজা

Advertisements

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Up ↑

%d bloggers like this: